10/05/2024 : 8:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কুসংস্কার বিরোধী অনুষ্ঠানে বাধা বই মেলা কমিটির

জিরো পয়েন্ট নিউজ   মুর্শিদাবাদ, ২১ জানুয়ারি ২১২১:


কুসংস্কার বিরোধী অনুষ্ঠানেও বাধা দিল মুর্শিদাবাদ জেলা বইমেলা কমিটি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে গত ১৬ জানুয়ারি বইমেলার মুক্তমঞ্চে বিজ্ঞান মঞ্চের অ্যাপ্রোন পরে কুসংস্কার বিরোধী অনুষ্ঠান করতে বাধা দেওয়া হয়। অ্যাপ্রোন লেখা ছিল “আমরা চাই কুসংস্কারমুক্ত, বিজ্ঞানমনস্ক ভারত” – যা সংবিধান স্বীকৃত বিষয়।

ভারতের সংবিধানে নাগরিকদের দায়িত্ব-কর্তব্য কুসংস্কারমুক্ত বিজ্ঞানমনস্ক মন গঠনের কথা বলা হয়েছে তাহলে এরকম বিজ্ঞানমনস্ক ক্যাপশনে সমস্যা কোথায় এই প্রশ্ন তুলেছেন বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা সভাপতি তপন সামন্ত তিনি আরো অভিযোগ করেছেন পূর্ব অনুমতি দেওয়া সত্ত্বেও অনুষ্ঠান করতে বাধা দেওয়া হয় বইমেলা কমিটির পক্ষ থেকে।

পরেরদিন ১৭ জানুয়ারি বইমেলা প্রাঙ্গনে এর প্রতিবাদে একটি পদযাত্রাও করেন বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা বিজ্ঞানকর্মীরা।

Related posts

লোকাল ট্রেন বন্ধই থাকছে, রাজ্যে ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হল কোভিড নিয়ন্ত্রণ বিধি,

E Zero Point

শহরবাসীর সুরক্ষার জন্য মেমারিতে পুলিশের বাইক পেট্রোলিং

E Zero Point

বর্ধমানে গাছ চুরি কাণ্ডে পলাতক তৃণমূল নেতা

E Zero Point

মতামত দিন