06/05/2024 : 3:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে নেতাজীর আবক্ষমূর্ত্তি উন্মোচন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৩ জানুয়ারি ২০২১:


আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে  দুপুর ১২টা ১৫মিনিটে  মেমারি নতুন বাসষ্ট্যান্ডে প্রবেশ পথের সন্নিকটে নেতাজী সুভাষ চন্দ্র বসুর আবক্ষমূর্ত্তি উন্মোচন করলেন মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী।

নেতাজীর ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে দেশনায়ক দিবস হিসাবে পালন করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুপুর ১২টা ১৫মিনিটে শঙ্খধ্বনি, উলুধ্বনি নেতাজির জন্ম মুহূর্ত স্মরণ করা হল মেমারি পৌরসভার উদ্যোগে।

মেমারি পৌরসভার সিদ্ধান্ত অনুসারে আজ থেকে বামুনপাড়া মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তাটি নেতাজী সুভাষ চন্দ্র বসু সরণী হিসাবে নামকরন করা হল।

সুভাষ উৎসবে পতকা উত্তোলন করেন মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন অচিন্ত্য চট্টোপাধ্যায়, আশিষঘোষ দোস্তিদার, নিত্যানন্দ ব্যানার্জী, সৌরভ সাঁতরা, মুকেশ শর্মা সহ মেমারি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও আধিকারিকগণ।

সুভাষ উৎসব উপলক্ষে একটি মহিলা ব্যান্ড সহ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

Related posts

“পাড়ায় পাড়ায় সমাধানে” মিটুক সমস্যাঃ পাল্লারোডে ৩ বছর ধরে খারাপ ডিপ টিউবেল পাম্প

E Zero Point

তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন