02/05/2024 : 7:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পিলা মিলন সংঘ এর মাঠে প্রাণী সম্পদ বিকাশ মেলা

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৯ জানুয়ারি ২০২১: 


পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের অন্তর্গত পিলা মিলন সঙ্ঘের ক্লাবের মাঠে প্রাণী সম্পদ বিকাশ মেলার দ্বিতীয় দিনে, এলাকার পশুপালকদের অত্যাধুনিক প্রাণী পালন করে কীভাবে নিজেদের আয় বাড়ানো যায় সেই বিষয়ে সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত হল। এ দিনের এই মেলা থেকে প্রাণী পালন দপ্তরের উদ্যোগে এই সচেতনতা প্রোগ্রাম করা হয়, দফতরের এক আধিকারিক তিনি জানান প্রাণিসম্পদের মাধ্যমে যে গ্রাম অঞ্চলে সত্যিকারের নিজেদের সমৃদ্ধ করে আয় বাড়ানো যায় সেই ব্যাপারেই মানুষকে বোঝানোর জন্যই এই মেলার আয়োজন, কড়কনাথ মুরগি, খাকি ক্যাম্বেল হাঁস, গার্গী, খরগোস এই ধরনের প্রাণী পালন করেও যে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যেই এই মেলার আয়োজন।

Related posts

বল ভেবে বোম নিয়ে খেলতে গিয়ে গুরুতর আহত শিশু

E Zero Point

মেমারিতে পুলিশের গাড়িকে ধাক্কা মারার অভিযোগে গ্রেপ্তার পিকআপ ভ্যানের চালক

E Zero Point

রিক্সায় সিয়াচেন অভিযান সত্যেনের, মেমারিতে সংবর্ধনা

E Zero Point

মতামত দিন