04/05/2024 : 3:41 AM
আমার বাংলা

পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ১০টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১২ মার্চ ২০২৪ :


মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার অন্যান্য জায়গার মত পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ১০টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।১০০ শয্যার হাসপাতাল থেকে ফেরিঘাটের জেটি,গেস্ট হাউস থেকে ব্লক প্রাইমারী হেল্থ ইউনিটের মত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। ভার্চুয়াল এই উদ্বোধনে পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর পঞ্চায়েতের জালুইডাঙা ফেরিঘাটের উদ্বোধন সেখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তা দেখানো হল। এছাড়াও শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের ১০০ শয্যার নবনির্মিত অতিরিক্ত ওয়ার্ডের উদ্বোধন হল আজ।চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে যা একটা মাইলস্টোন হয়ে থাকবে।কারণ ওই হাসপাতালটিতে বরাবরই রোগীর চাপ থাকে।তাই রোগীদের চিকিৎসায় শয্যা বাড়ানোর ভীষণ প্রয়োজন ছিল।

শুধু পূর্ব বর্ধমান জেলাই নয়,নদীয়া জেলা লাগোয়া এই হাসপাতালে প্রতিদিনই হাজার হাজার রোগী ভিড় করেন।এছাড়াও ওই হাসপাতালেরই অধীন ব্লক প্রাইমারী হেল্থ ইউনিটেরও উদ্বোধন হল।এছাড়াও উল্লেখযোগ্যভাবে উদ্বোধন হল ভাগীরথী নদীর উপর তৈরী ফেরিঘাটের জেটি।পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার পূর্বস্থলী ১ অন্তর্গত জালুইডাঙা-কিশোরীগঞ্জ, জেটির ও উদ্বোধন হলো আজ। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা মহাকুমা শাসক শুভ আগয়াল, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক,বিডিও সঞ্জয় সেনাপতি, ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিক সোম সহ বিশিষ্টজনেরা।

Related posts

দ্রুত গতির বাইককের ধাক্কায় প্রাণ হারালো পথচারী

E Zero Point

জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মেমারিতে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা, গ্রামবাসী ভাঙচুর করলো বন্ধুর বাড়ি

E Zero Point

মতামত দিন