06/05/2024 : 5:17 AM
আমার বাংলা

পূর্বস্থলীতে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানী

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১২ মার্চ ২০২৪ :


পূর্বস্থলীর স্টেশন সংলগ্ন একটি মাঠে হাজির হয়ে CAA লাগু হওয়া নরেন্দ্র মোদির এই নির্ণয় নায় সঙ্গত এবং হিউম্যান ডিসিশন বলে জানালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানী। পাশাপাশি এইদিন মঙ্গলবার বিকালে বুথ কর্মী সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তীব্র কটাক্ষ করে দেন তিনি, তিনি বলেন দেখছি টিএমসির মধ্যে একটি দ্বন্দ্ব চলছে দিদির পক্ষে কে ভাইপোর পক্ষে কে, দিদির পরে ভাইপো কি ধরনের নেতা হবে, আরে দিদি, আমাদের দেখতে হবে না পিছন ফিরে তোমার ঘরে দেখো ডেনজার তোমার ঘর মে হে। পাশাপাশি মহিলাদের উপর তৃণমূল নেতাদের অত্যাচার চালানোর নিয়ম এদিন মুখ খুলেন তিনি।

পাশাপাশি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইন্ডিয়ান গটবন্ধনের নেতাদের সাথে হাত মিলান যারা সনাতন ধর্মকে অপমান করে। আর রামনবমীর আগে সেই মমতা বন্দোপাধ্যায় রাম নবমীকে পাবলিক হলি ডে ঘোষণা করেন ভোটের আগে ওনার এগুলি মনে পড়ে। পাশাপাশি দিনের এই মঞ্চ থেকে কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় পুলিশকে কার্যত হুমকি সুরে বলেন মিথ্যা কে সে ফাঁসালে আপনাদের ওই চেয়ারে শান্তভাবে বসে থাকতে দেবো না। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার আগে পারুলিয়া বাজার এলাকায় এক কর্মীর বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন ও সরেন তিনি। লোকসভা ভোটের আগে বুথের কর্মীদের মনোবল চাঙ্গা করতেই আজকের এই বুথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।

Related posts

মেমারি জামিয়ার মসজিদে চুরির ঘটনায় জড়িত অপরাধী গ্রেফতার

E Zero Point

মেমারির মহেশডাঙ্গা ক্যাম্পে খাদ্রসামগ্রী দান

E Zero Point

মন্তেশ্বরের শিক্ষকের অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে পাঁচ লক্ষ টাকা, ব্যাঙ্ক কর্তৃপক্ষ নির্বিকার

E Zero Point

মতামত দিন