07/05/2024 : 2:34 AM
আমার বাংলা

দুঃস্থ মানুষদের শীতবস্ত্র তুলে দিল ভারত সেবাশ্রম সঙ্ঘ 

জিরো পয়েন্ট নিউজ রাজকুমার দাস, কলকাতা, ২ ফেব্রুয়ারি ২০২১:


ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজের  ১২৫ তম আবির্ভাব তিথি উপলক্ষে অন্ধ ও দুঃস্থ মানুষদের শীত বস্ত্র ও শুকনো খাবার তুলে দিল ভারত সেবাশ্রম সঙ্ঘ।সঙ্ঘের উদ্যোগে বিরাটির নবাদর্শা হাউসিং সোসাইটিতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে ৩০০ র বেশি মানুষকে কম্বল তুলে দেন   বিরাটী হিন্দু মিলন মন্দিরের  সম্পাদক  মানস কুমার দত্ত, রেখা বক্সী,নবাদর্শ হাউজিং সোসাইটি র সভাপতি  চঞ্চল রায়, সম্পাদক রবীন্দ্র চন্দ্র রায়,শুভাশিস বাগচি সহ বহু বিশিষ্ট মানুষ।

শুভাশীষ বাগচি বলেন,শিয়ালদহ শাখায় প্রতিদিন বহু অন্ধ ও দুস্থ মানুষকে দেখা যায়। তাদের রাত কাটানোর মতো শীতবস্ত্র নেই। তাই তাদের হাতে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে এই সহযোগিতা করা হল।

Related posts

করোনা সংক্রমনের হার বাড়ছেঃ আজ মেমারিতে ১৪, জেলায় ৯৯

E Zero Point

তৃণমূলনেত্রী সুজাতা খাঁ মণ্ডলের রোড শো

E Zero Point

জামালপুরে উপমা বহুমুখী মহিলা সমবায় সমিতির ত্রাণবিলি

E Zero Point

মতামত দিন