26/04/2024 : 12:37 PM
আমার বাংলা

দুঃস্থ মানুষদের শীতবস্ত্র তুলে দিল ভারত সেবাশ্রম সঙ্ঘ 

জিরো পয়েন্ট নিউজ রাজকুমার দাস, কলকাতা, ২ ফেব্রুয়ারি ২০২১:


ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজের  ১২৫ তম আবির্ভাব তিথি উপলক্ষে অন্ধ ও দুঃস্থ মানুষদের শীত বস্ত্র ও শুকনো খাবার তুলে দিল ভারত সেবাশ্রম সঙ্ঘ।সঙ্ঘের উদ্যোগে বিরাটির নবাদর্শা হাউসিং সোসাইটিতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে ৩০০ র বেশি মানুষকে কম্বল তুলে দেন   বিরাটী হিন্দু মিলন মন্দিরের  সম্পাদক  মানস কুমার দত্ত, রেখা বক্সী,নবাদর্শ হাউজিং সোসাইটি র সভাপতি  চঞ্চল রায়, সম্পাদক রবীন্দ্র চন্দ্র রায়,শুভাশিস বাগচি সহ বহু বিশিষ্ট মানুষ।

শুভাশীষ বাগচি বলেন,শিয়ালদহ শাখায় প্রতিদিন বহু অন্ধ ও দুস্থ মানুষকে দেখা যায়। তাদের রাত কাটানোর মতো শীতবস্ত্র নেই। তাই তাদের হাতে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে এই সহযোগিতা করা হল।

Related posts

মৃত্যু শংসাপত্রে ভুল, বিতর্ক মেমারিতে

E Zero Point

পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী

E Zero Point

পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা “আঁচলের”

E Zero Point

মতামত দিন