19/05/2024 : 5:35 AM
অন্যান্য

গ্রুভস্ একটি ইন্দো ওয়েস্টার্ন ব্যান্ড

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ১১ ফেব্রুয়ারি ২০২১:


তিনজনের এই ব্যান্ডটি দুজন মহিলা শিল্পী গান করেন এবং গানের পাশাপাশি দুটি একদম অন্য ধরনের ইন্সট্রুমেন্ট বাজান। দুজন মহিলা শিল্পী হলেন তিতলি এবং রায়া। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা সংগীতশিল্পী কিটার বাজিয়ে গান করেন এবং রায়ও পশ্চিমবঙ্গের প্রথম সংগীত শিল্পী যিনি স্যাম্পেল প্যাড বাজিয়ে গান করেন। গান এবং ইন্সট্রুমেন্ট এর পাশাপাশি রায়া সমান দক্ষ নাচে ও। এই ব্যান্ড টির কর্ণধার বা প্রতিষ্ঠাতা হলেন সুদীপ যিনি এই ব্যান্ডে কীবোর্ড বাজান। কিবোর্ড এর পাশাপাশি সুদীপকে মাউথ অর্গান বাজাতে দেখা যায়।

এই ব্যান্ডটি সব সময় সবার থেকে আলাদা কাজকর্ম করার চেষ্টা করে কিছুদিন আগেই এই ব্যান্ডটির একটি গান রিলিজ হয় মিউজিক মেকার নামে যেটি এঞ্জেল ডিজিটাল থেকে রিলিজ হয় যেটা বেশি সাড়া ফেলেছিল চারিদিকে। ছোট চোখে সপ্নের পারি এবং অনলাইন শপিং এই দুটি গান ও বেশি সাড়া ফেলেছিল। ব্যান্ডটিকে বেশ কিছু টিভি চ্যানেলেও অনুষ্ঠান করতে দেখা যায়। ব্যান্ডটি সম্প্রতি বেশকিছু স্টেজ পারফরম্যান্স করছে।

Related posts

লকডাউনে অমানবিক আচরণ বধিষ্ণু চাষীর – প্রান কাঁদল প্রান্তিক চাষী লখাই-এর

E Zero Point

মেমারি-২ ব্লক আকালী চন্ডীপুর গ্রামে অন্নসেবা

E Zero Point

প্রত্যেক জেলায় নোডাল অফিসার নিয়োগ করলেন, করোনা পরিস্থিতির মোকাবিলা নজরদারি করতে

E Zero Point

মতামত দিন