04/05/2024 : 9:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামে মা মঙ্গলচন্ডীর পুজো

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২৮ মার্চ ২০২১:


মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামে মা মঙ্গলচন্ডীর পুজো উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামে শতাধিক বছর ধরে হয়ে আসছে দোল পূর্ণিমা উপলক্ষে মা মঙ্গলচন্ডীর পূজা।

প্রতিবছরই দোল পূর্ণিমাতে এই পুজো হয়ে আসছে। এই মঙ্গলচন্ডী পূজা উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করে কমিটি। পাশাপাশি বাউল গান, কীর্তন গান ও হরিনাম সংকীর্তন হয়। এক দিনব্যাপী মেলা ও বশে এই মা মঙ্গলচণ্ডী স্থানে।

প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ খিচুড়ি ভোগ খেতে আসেন এই মঙ্গলচন্ডীর স্থানে। তবে এ বছর খিচুড়ি ভোগ খাওয়ানোর জন্য একটি মহিলা টিম সর্বদাই নিয়োগ ছিল। এই মহিলা টিমের ১৪ জন সদস্যা ছিলেন। তারা মূলত মহিলা ভক্তদের এই খিচুড়ি ভোগ খাওয়ার ছিলেন।মঙ্গলকোট থানার পুলিশের বিশেষ নজরদারি ছিল।

Related posts

দুই কিশোরী মেয়ের জীবন যুদ্ধের পাশে বৈশাখী উৎসব কমিটি

E Zero Point

প্রাণ বায়ু আদান প্রদানে আকাশ, প্রয়াস, আঁচল, রেড ভলেন্টিয়ার

E Zero Point

শ্রীরামপুরে রাস্তা উদ্বোধন করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন