03/05/2024 : 8:54 AM
আমার দেশ

১১-১৪ এপ্রিল করোনা টিকা উৎসবঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ৮ এপ্রিল ২০২১:


করোনা পরিস্থিতি মোকাবিলায় ফের চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গোটা দেশে টিকা উৎসব পালন করার কথা ঘোষণা করলেন তিনি। লকডাউন করোনা মোকাবিলার অন্যতম পথ হলেও আর দ্বিতীয়বার সেই পথে ভারত হাঁটবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ১১ থেকে ১৪ এপ্রিল দেশ জুড়ে টিকা উৎসব পালন করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৫ বছরের উর্ধে যাঁরা তাঁদের সকলের টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েই পালিত হবে এই টিকা উৎসব। বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন ১৪ এপ্রিল আর জয়তিবা ফুলের জন্মদিন ১১ এপ্রিল। এই দুদিন টিকা উৎসব পালন করা হবে।

করোনা পরিস্থিতি সামাল দিতে অনেকে রাজ্যই নাইট কার্ফু জারি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নাইট কার্ফুর নাম বদলে করোনা কার্ফু করার প্রস্তাব দিয়েছেন।তিনি বলেছেন আগে মহামারীর সঙ্গে মোকাবিলা করার সামর্থ ছিল না দেশের সেকারণেই লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন করোনা পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত দেশ। তাই আর লকডাউনের পথে হাঁটা হবে না।

Related posts

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যের অপসারণে অন্তবর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 

E Zero Point

হেরে যাওয়ার পর কীভাবে মুখ্যমন্ত্রী ? প্রশ্ন অমিত মালব্যেরঃ উত্তর আছে সংবিধানে

E Zero Point

পরিবহণমন্ত্রক এ মাসের শেষ দিকে দ্বারভাঙা থেকে প্রতিদিন বিমান যাতায়াতের জন্য বুকিং শুরু হবে : হরদীপ সিং পুরি

E Zero Point

মতামত দিন