সিদ্ধার্থ বন্দোপাধ্যায়, দিল্লিঃ ইন্ডিয়ার বদলে দেশের নামকরণ হোক ভারত। এমন দাবিতে দায়ের করা পিটিশন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই পিটিশন শোনার পর তা খারিজ করে দেয়।আদালতের তরফ থেকে পিটিশনকারীকে এই দাবি সরকারের কাছে করতে বলা হয়েছে।প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে সংবিধানের মধ্যেও ভারত নামটি রয়েছে।সংবিধানে লেখা রয়েছে “ইন্ডিয়া দেঠ ইজ ভারত” আদালতে পিটিশন কারি জানান দেশের নাম ইন্ডিয়ান রাখাটা উচিত নয়। অবিলম্বে তা প্রত্যাহার করা হোক। গ্রিক শব্দ ইন্ডিকা থেকে এর উৎপত্তি।তখন আদালত পিটিশন খারিজ করে জানান এমন দাবি সরকারের কাছে করা উচিত। পিটিশনকারীর পক্ষে সওয়াল করতে ওঠা আইনজীবী রাজকিশোর চৌধুরী জানিয়েছেন, দেশের মূল এবং প্রধান নাম ভারত রাখা উচিত। এর জন্য সংবিধানের এক নম্বর ধারা সংশোধন করা প্রয়োজন। দেশের নাম ভারত রাখলে ইংরেজদের ঔপনিবেশিক চিন্তাধারা বর্জন করা হবে এবং রাষ্ট্রভাবনা জন্ম সম্ভবপর হবে। পিটিশনে আরও বলা হয়েছিল ইন্ডিয়ান নাম না সরানোটা বিফলতা বা গোলামির প্রতীক হিসেবে থেকে গিয়েছে।
পূর্ববর্তী পোস্ট