জিরো পয়েন্ট নিউজ, ২০ ডিসেম্বর ২০২২:
বেঞ্জামিন নেতানইয়াহু, ইজরায়েলবাসী এবং বিশ্বজুড়ে যাঁরা এই আলোর উৎসব উদযাপন করছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁদের হানুক্কাহ-এর শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেছেন –
“আমার বন্ধু বেঞ্জামিন নেতানইয়াহু, ইজরায়েলের বন্ধুসকল এবং সারা বিশ্বজুড়ে যাঁরা এই আলোর উৎসব উদযাপন করছেন তাঁদের হানুক্কাহ-এর শুভেচ্ছা জানাই। চ্যাগ সামেয়াহ”