24/03/2025 : 5:12 PM
আমার বাংলা

প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে ‘বর্ধমান সহযোদ্ধা’

জিরো পয়েন্ট নিউজ-মোল্লা জসিমউদ্দিন, কলকাতা, ২০ ডিসেম্বর ২০২২:


প্রয়াত সাংবাদিক সনজিত সেনের পরিবারের পাশে দাড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান সহযোদ্ধা | গত পরশু সন্ধ্যায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন সাংবাদিক সঞ্জিত সেন | প্রয়াত সঞ্জিত বাবু ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে, তার একটি ছোট্ট মেয়ে রয়েছে সে ক্লাস ফাইভে পড়ে |

এদিন বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে সভাপতি ঋষিগোপাল মন্ডল,সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়,সৌমিত্র হাজরা,সুশান্ত বাগরা সঞ্জিত বাবুর বাসভবনে গিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করেন এবং আশ্বাস দেন তার মেয়ের পড়াশোনার জন্য যাবতীয় দায়িত্ব সংগঠন নেবে | এই কর্মকাণ্ডে বর্ধমান সহযোদ্ধার পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ ধান্য ব্যবসায়ী সমিতির সভাপতি বিশ্বজিৎ মল্লিক,কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসীমউদ্দীন এবং মানুষ মানুষের জন্য সংস্থার সভাপতি শেখ পিন্টু|

 

Related posts

জয়েন্টে পরীক্ষার্থী রহস্যজনক মৃত্যুঃ পুলিশ নিরুত্তর

E Zero Point

পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হবেঃ বিজেপি নেতা সায়ন্তন বসু

E Zero Point

বিকল্প কাজের দাবিতে বিক্ষোভ রেল হকারদের

E Zero Point

মতামত দিন