19/05/2024 : 2:01 PM
খেলাফুটবল

আয়োজকদের ইচ্ছা দর্শক সমাগমেই শুরু হোক ইতালিয়ান ফুটবল লিগ

সংবাদ সংস্থাঃ  করোনা যুদ্ধের মধ্যেই দর্শক সমাগমে শুরু হতে চলেছে ইতালিয়ান ফুটবল লিগ । অন্তত এমনটাই চান আয়োজকরা । আগামী মাসে শুরু হতে চলা ইতালিয়ান ফুটবল লিগে গ্যালারিতে অল্প সংখ্যক দর্শক সমাগমের অনুমতি দেওয়া হতে পারে। সমর্থকদের ছাড়া খেলতে নামা খেলোয়াড়দের কাছে কখনই উৎসাহজনক নয়। সেকথা মাথায় রেখেই ইতালিয়ান ফুটবল সংস্থা সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করে অল্প সংখ্যক দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়ায় বিষয়ে। এপ্রসঙ্গে ফেডারেশন সভাপতি গ্যাব্রিয়েল গ্রাবিন্দা বলেন, ‘এই বিষয়টা (দর্শক সমাগম) আমি মন থেকে চাইছি। এটা মেনে নেওয়া কঠিন যে, ৬০ হাজার মানুষকে একসঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থা করতে পারে যে স্টেডিয়াম, সেখানে সতর্ক হয়ে অল্প কিছু মানুষকেও খেলা দেখানোর ব্যবস্থা করা যাবে না।’ উল্লেখ্য, লকডাউনের পর শুরু হওয়া প্রথম সারির বড় টুর্নামেন্ট হল বুন্দেশলিগা । তবে সংক্রমণের আশঙ্কায় তা শুরু হয়েছে ফাঁকা গ্যালারিতে ম্যাচ আয়োজিত হচ্ছে। আপাতত রুদ্ধদ্বার স্টেডিয়ামেই প্রিমিয়র লিগ, সিরি-এ’র মতো বাকি টুর্নামেন্টগুলি শুরু হওয়ার কথা । তবে ইতালিয়ান ফুটবল লিগে আগামী মাসেই গ্যালারিতে অল্প সংখ্যক দর্শক সমাগমের অনুমতি দেওয়া হতে পারে। সুতরাং, সব ঠিকঠাক থাকলে আবার মাঠে গিয়ে রোনাল্ডোদের খেলা দেখতে পারবেন ইতালিয়ান ফুটবল সমর্থকরা। ইতালিয়ান ফেডারেশনের পরিকল্পনা যদি সফল হয়, তবে বাকি টুর্নামেন্টগুলিতেও সেই নীতি অনুসরণ করা হতে পারে।

Related posts

ইউএস ওপেনে জয়ের ধারা অব্যাহত, সেমিফাইনালে নওমি ওসাকা

E Zero Point

ফাইনাল‌ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, ভারতীয় মহিলাদের বিশেষ বার্তা পাঠালেন শচীন তেন্ডুলকর |

E Zero Point

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় মারের

E Zero Point

মতামত দিন