26/04/2024 : 10:22 PM
খেলা

ভলিবল রেফারি প্রশিক্ষণ শিবির

জিরো পয়েন্ট নিউজউত্তর ২৪ পরগনা, ১২ জুন ২০২২:


উওর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংসদ আয়োজনে অশোকনগর কমলা নেহেরু আদর্শ বিদ্যামন্দির(ফর গার্লস)ভলিবল রেফারি প্রশিক্ষণ শিবির ও সেমিনার অনুষ্ঠানের সূচনা হলো।করোনার কারনে মানুষ দুইবছর মাঠ মুখো হয়নি,মানসিক এর সাথে শারিরীক ভাবে অনেকটাই দূর্বল হয়ে পড়েছে।তবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মানুষের সংখ্যা ছিল চোখে পড়বার মত।তবে আজকের এই আয়োজন ছিল প্রথম বর্ষ।তিনদিন ধরে চলবে এই অনুষ্ঠান।অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে উওর ২৪ পরগনা জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ সম্পাদক তপন কুমার রায় বলেন যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা বিদ্যালয়ে পড়ান তারা সঠিক নিয়ম-কানুন শিখুক এবং প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে।

সেই সার্টিফিকেট তারা অফিসিয়ালি কাজে তা ব্যবহার করতে পারবে।আয়োজক বিদ্যালয় এর ক্রীড়া বিষয়ক শিক্ষিকা শান্তি রায় মনে বলেন আমাদের স্কুলে সমাজের প্রান্তিক পরিবার গুলো থেকে পড়াশোনা করতে আসে।তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা অবশ্যই উচিত।এতে শরীর যেমন ঠিক থাকে,তেমনি মানসিক জোর পাওয়া যায় যেকোন কাজ করতে। সর্বপরী বিভিন্ন মনীষীরা শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব বারবার বলেছেন।তাই আমরা স্কুলের খেলার মান উন্নয়নে বিদ্যালয় প্রাঙ্গণ উন্নতি করতে বদ্ধপরিকর।তাহলে সেই পিছিয়ে পড়া পরিবারের মেয়েরা খেলার প্রাকটিস করতে পারবে ভালো করে।

Related posts

গতকালই ‘ধর্মনিরপেক্ষ দল বিজেপি’, যোগ দিয়ে মেহতাব হোসেন আজ দলত‍্যাগ করলেন

E Zero Point

মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ

E Zero Point

বিবেক চ্যালেঞ্জ মহিলা ফুটবল প্রতিযোগিতা মেমারিতে

E Zero Point

মতামত দিন