18/09/2024 : 9:19 PM
খেলাফুটবল

কোয়েস ছেড়ে যাওয়ায় ইস্টবেঙ্গলে ডামাডোল

বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ কোয়েস ছেড়ে যাওয়ার পরেও ইস্টবেঙ্গলে চূড়ান্ত ডামাডোল। ৩১মে কোয়েসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও কোয়েস তাদের ৭০ শতাংশ শেয়ার ছাড়েনি। ফলে এই মরশুমে ইস্টবেঙ্গলে সই করা ফুটবলারদের সই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। সূত্রের খবর, এই অবস্থায় ইস্টবেঙ্গল ফুটবলাররা তাঁদের অংশে সই করে ক্লাবে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ক্লাব যে অংশে সই করবে, সেই কাজ বাকি রয়েছে। কারণ, ইস্টবেঙ্গলের নতুন কোম্পানী এখনও সচল হয়নি। ফুটবল রাইটস এখনও রয়েছে কোয়েসের হাতে।
সূত্রের খবর, কয়েকজন ফুটবলারের সঙ্গে এমনও চুক্তি রয়েছে, ইস্টবেঙ্গল যদি আইএসএল না খেলে, তাঁরা অন্য ক্লাবে সই করবেন। মোহনবাগান যখন এটিকে–র সঙ্গে গাঁটছড়া বেঁধে নিশ্চিন্ত, ইস্টবেঙ্গলে আইএসএল খেলা নিয়ে একরাশ চিন্তা। কোয়েসের সঙ্গে গাঁটছড়া ভাঙার আগেই, তলে তলে ইস্টবেঙ্গল কর্তারা নতুন কোম্পানী খুলেছিলেন। কিন্তু সেই কোম্পানী এখনও কাজ করা শুরু হয়নি। তবে নতুন সিইও নিয়োগ করেছেন কর্তারা।

Related posts

জিরো পয়েন্ট লিটল ম্যাগাজিন

E Zero Point

ফুটবল উৎসবে মেতে উঠল আউসগ্রামের গেঁড়াই ফুটবল ময়দান

E Zero Point

ক্রিকেট ম্যাচে পরিবেশ সচেতনতার বার্তা জামালপুরে

E Zero Point

মতামত দিন