06/06/2023 : 8:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

দুর্গাপুরে মীরাবাঈ -এর মূর্তি স্থানান্তর

নিজস্ব সংবাদাতাঃ– পশ্চিম বর্ধমানের দুর্গাপুর অরবিন্দ এলাকায় দীর্ঘদিন ধরে মীরাবাঈ-এর মুর্তি রোডের মাঝখানে ছিল। মীরাবাঈকে গুরুত্ব দেওয়ার জন্যই কোনদিন এখান থেকে সরানো হয়নি। তবে মূর্তিটি রোডের মাঝে থাকায় ইদানিং দূর্ঘটনা ঘটছিল বেশী। তাই এই দূর্ঘটনা এড়াতে শেষমেশ রোডের মাঝখান থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানা গেছে। তাই রোড থেকে সরিয়ে একটা ফাঁকা জায়গায় স্থানান্তরিত করা হলো মীরাবাঈ-এর মূর্তিটি। এতে স্থানীয় মানুষ দীর্ঘদিন এই মূর্তিটি দেখার অভ্যাসে হতভম্ব হলেও,কারণটা জানতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

Related posts

বন্ধের সমর্থনে পূর্বস্থলীতে সিটুর মিছিল

E Zero Point

লকডাউনে কর্মহীনঃ ঋণের বোঝা নিয়ে আত্মঘাতী যুবক

E Zero Point

ঈদ উৎসব নিয়ে প্রশাসনিক সভা জামালপুরে

E Zero Point

মতামত দিন