30/04/2024 : 8:25 PM
আমার বাংলাপূর্ব বর্ধমান

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ২৭৭ জন, দেখুন কোথায় কোথায় আক্রান্ত হয়েছে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৮ এপ্রিল ২০২১:


পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ২৭৭ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং আজ কোন মৃত্যুর খবর নেই।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩৮৯৭ জন।  এখনও পর্যন্ত জেলায় ১৮০ জনের মৃত্যু হয়েছে  ১২৫৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ১৩৬১ জন।

করোনা আক্রান্তের সংখ্যা:

আউসগ্রাম১ – ২, আউসগ্রাম২ – ২, বর্ধমান পৌরসভা – ১১৫, ভাতার -২৪, বর্ধমান১- ১৮, বর্ধমান২- ৫, গলসী১ – ২২, গলসী২ -৫, গুসকরা পৌরসভা –  ১, জামালপুর – ৩, কালনা পৌরসভা – ৬, কালনা১ – ৫, কালনা২ – ৪, কেতুগ্রাম১ – ২, কেতুগ্রাম২ -৫, কাটোয়া পৌরসভা – ৮, কাটোয়া১ – ১, কাটোয়া২ – ১, খন্ডোঘোষ – ১, মেমারি১ -৮, মেমারি২ – ৫, মেমারি পৌরসভা – ৬, মঙ্গলকোট – ৪, পূর্বস্থলী১ – ৪, পূর্বস্থলী২ – ১, রায়না১ – ১, রায়না২ – ১, অন‍্যান‍্য জেলা – ১৭ জন আক্রান্ত হয়েছেন।

পূর্ব বর্ধমান জেলা তথ‍্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত তথ্য।

 

 

 

 

Related posts

মেমারি পৌরসভার ১৬ টি ওয়ার্ডেই তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ

E Zero Point

বিনোদন ও ফুডপার্কের উদ্বোধন পূর্বস্থলীতে

E Zero Point

গঙ্গাসাগর মেলাঃ গঙ্গাসাগরে গ্রিন করিডোর, এবারের মেলায় আঁটোসাঁটো ব্যবস্থা

E Zero Point

মতামত দিন