05/05/2024 : 5:09 AM
আমার বাংলাগোঘাটহুগলি

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত, বিজেপি কর্মী গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, হুগলি, ১৮ এপ্রিল ২০২১:


গোঘাটে শনিবার প্রকাশ্য দিবালোকে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলির ঘটনার তদন্তে নেমে। নাটকীয় ঘটনার সত্য উদঘাটন করল পুলিশ তদন্তে বেরিয়ে এলো আসল তথ্য । গোঘাট থানার পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে নির্মাণের জন্য পৌঁছায়। এবং ঘটনার তদন্ত করে পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে । থানায় নিয়ে আসে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ চলায় তিন বিজেপি কর্মীকে।

এরপর গুলি চালানো ঘটনার কথা তারা স্বীকার করে নেয়। তারপর তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জেলায় তারা জানায় তাদের নিজেদের কাছেই ছিল ওই অবৈধ বন্দুক । এবং তারা ভাদুর এলাকায় জঙ্গলের মধ্যে মদ্যপান করে বন্দুক নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে বন্দুক থেকে গুলি ছিটকে লাগে আহত বিজেপি কর্মী শুভময় কুন্ডুর ‌ পায়ে। তারপরই তারা ঘটনার কথা সাজিয়ে ফেলে। অভিযোগের আঙুল তুলে তৃণমূল কংগ্রেসের দিকে।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে গোঘাটের নবাসন এলাকা থেকে ওই বন্দুকসহ রাউন্ড গুলি উদ্ধার করে। ঘটনায় তিন বিজেপি কর্মীকে আজ আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে। বর্তমানে আহত বিজেপি কর্মী সময় কোন হসপিটালে চিকিৎসাধীন। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।

Related posts

মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ধর্মীয় মৌলবাদের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী

E Zero Point

ভাতারের পাটনা মরে মারুতির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৫

E Zero Point

বাবা ভ্যানচালক ছিলেন, মা জড়ির কাজ করেনঃ রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা জিতলেন হাওড়ার অচিন্ত্য

E Zero Point

মতামত দিন