02/05/2024 : 2:39 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আজ পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত ২৯০, শুধু বর্ধমান শহরে ১০৯ জন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২১ এপ্রিল ২০২১:


মঙ্গলবার ৩২১ জন করোনা আক্রান্তের পর আজ বুধাবারও করোনা সংক্রমণের বৃদ্ধির হার খুব একটা কমেনি।পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার  বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ২৯০ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং আজ ৩ জনের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪৬৬১ জন।  বুধবার পর্যন্ত জেলায় ১৮৪ জনের মৃত্যু হয়েছে,  ১২৪৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ২০৩৩ জন।

জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা এলকায় করোনা আক্রান্তের সংখ্যা:

আউসগ্রাম১ – ৩, আউসগ্রাম২ – ১৪, বর্ধমান পৌরসভা – ১০৯, ভাতার -১৫, বর্ধমান১- ২০, বর্ধমান২- ১২, দাঁইহাট পৌরসভা- ০, গলসী১ – ১৩, গলসী২ -৭, গুসকরা পৌরসভা –  ১, জামালপুর – ২, কালনা পৌরসভা – ১, কালনা১ – ৮, কালনা২ – ৫, কেতুগ্রাম১ – ৩, কেতুগ্রাম২ -৪, কাটোয়া পৌরসভা – ৫, কাটোয়া১ – ২, কাটোয়া২ – ৫, খন্ডোঘোষ – ৩, মেমারি১ -১৮, মেমারি২ – ৫, মেমারি পৌরসভা – ৭, মন্তেশ্বর-৬, মঙ্গলকোট – ১, পূর্বস্থলী১ – ৬, পূর্বস্থলী২ – ০, রায়না১ – ৫, রায়না২ – ০, অন‍্যান‍্য জেলা – ১০ জন আক্রান্ত হয়েছেন।

পূর্ব বর্ধমান জেলা তথ‍্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত তথ্য।

 

 

 

Related posts

ভাতার ফায়ার ব্রিগেড মোড়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ১ মোটরসাইকেল চালক

E Zero Point

করোনা মহামারি বাঁচতে এক দিনের দূর্গোৎসব

E Zero Point

সিপিএম থেকে বিজেপিঃ এবার তৃণমূলে এলেন আইনুল হক

E Zero Point

মতামত দিন