06/05/2024 : 3:54 PM
আমার বাংলা

রাজ্যে ব্যাঙ্ক-বাজারের সময় বদল, করোনা নিয়ে বৈঠকে কি জানালেন মুখ্যমন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৫ মে ২০২১:


করোনা দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে একগুচ্ছ ব্যবস্থা নিতে চলেছে রাজ্যে সরকার। বুধবার শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সে ব্যাপারে ঘোষণা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সকলকে আবশ্যিক ভাবে মাস্ক পরতেই হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার।’’

এর আগে, নির্দেশিকা জারি করে শপিং মল এবং কমপ্লেক্সগুলি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত তা বহাল থাকবে বলে জানিয়েছেন মমতা। শপিং মল, রেস্তরাঁ, পানশালা সব বন্ধ থাকবে।

সরকারি এবং বেসরকারি দফতরগুলিতে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করাতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। আর বিকেলে ৫টা থেকে ৭টা পর্যন্ত।  মানুষ বাজার করতে পারবে কিন্তু যাতে বেশি ভিড় না হয়, তাই এই সিদ্ধান্ত।

Related posts

ইয়াস যুদ্ধে পূর্ব বর্ধমান মেরীনার্স, প্রকৃতির রোষাণলকে ৩ গোল দেওয়ার শপথ !

E Zero Point

ঐতিহাসিক খাদ্য আন্দোলনঃ মেমারিতে শহীদ স্মরণ

E Zero Point

তিনশো পথভিক্ষুকদের খাদ্যসামগ্রী দিল মঙ্গলকোট পুলিশ 

E Zero Point

মতামত দিন