05/05/2024 : 3:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্ব বর্ধমানে খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাঃ মন্ত্রী স্বপন দেবনাথ

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৮ জুন ২০২১: 


পূর্বস্থলীর বিস্তীর্ণ এলাকায় সবজি, ফল প্রচুর পরিমাণে চাষ হয়. যার মধ্যে চাল কুমড়ো, টমেটো, কুমড়ো, পেঁপে, আম, পেয়ারা ব্যাপক পরিমাণ উৎপাদন হয় পূর্বস্থলীর বিভিন্ন এলাকাজুড়ে। বর্ষার সময় জলের সেইগুলি পচে গিয়ে চাষিরা দাম পান না চাষীরা। আবার উৎপাদনের পরিমাণ বেশি হয়ে গেলে তখনও দাম পান না তাঁরা।

তাঁদের কথাকে মাথায় রেখেই এদিন শুক্রবার পূর্বস্থলী এক নম্বর ব্লক বিডিও অফিসে হর্টিকালচার ডিপার্টমেন্টের আধিকারিক, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলিপ মল্লিক এবং বিভিন্ন আধিকারিকরা এবং এলাকার চাষিদের একটি বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠক শেষে এদিন মন্ত্রী স্বপনবাবু তিনি জানান এই এলাকায় প্রচুর পরিমাণে সবজি এবং ফল চাষ হয়, আর এই এলাকার চাষিদের কথা মাথায় রেখেই খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলার ভাবনা রয়েছে। সেই বিষয়ে এদিন বৈঠকে আলোচনা হলো। জেলা হর্টিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন এর সাথে স্থানীয় বিডিও অফিসের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই বিষয়ে একটি প্রস্তাব পাঠানো হবে খুব শিগগিরই।

Related posts

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা পর পর ৩ জায়গায় ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত ২ আহত ৪

E Zero Point

মেমারিতে মহাপ্রভুভোগ বিতরন

E Zero Point

খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার প্রস্তুতি

E Zero Point

মতামত দিন