30/09/2022 : 12:05 PM
BREAKING NEWS
আমার বাংলা

উচ্চ মাধ্যমিকে ‘ছাত্র বান্ধব’ মূল্যায়ন পদ্ধতিতে রেজাল্ট

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১৮ জুন ২০২১:


শুক্রবার জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক সাংবাদিক বৈঠকে জানান যে, মাধ্যমিক ও একাদশের ফলাফলের ওপর ভিত্তি করেই উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত মূল্যায়ন করা হবে।

কীভাবে মূল্যায়ন করা হবে তা সাংবাদিক বৈঠকে বিশদে জানিয়েছে সংসদ। জানানো হয়েছে ২০১৯ সালের মাধ্যমিকের ৭ টি বিষয়ের মধ্যে ৪ টি বিষয়ের সর্বোচ্চ নম্বর দেখা হবে। সেই প্রাপ্ত নম্বরের ৪০ শতাংশ যুক্ত হবে ১২ ক্লাসের বোর্ড পরীক্ষার চূড়ান্ত ফলাফলে। এরই সঙ্গে ২০২০ সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল যুক্ত হবে। সেক্ষেত্রেও ফলাফলের ৬০ শতাংশ যুক্ত হবে।

একইসঙ্গে সংসদের তরফে জানানো হয়েছে কোনও ছাত্র বা ছাত্রী যদি এই মূল্যায়ন ও ফলাফলে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে তাঁদের আগামী দিনে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এবং সেক্ষেত্রে সেই ফলই তাঁর উচ্চ মাধ্যমিকের ফলাফল হিসেবে বিবেচিত হবে।

Related posts

তিস্তার দুই পারের লক্ষাধিক জনজীবনে আমূল পরিবর্তনের পথে

E Zero Point

জামালপুর তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল

E Zero Point

গরীব ছাত্রদের জন্য বিনামূল্যে ছাত্রাবাস ভারত সেবাশ্রমের 

E Zero Point

মতামত দিন