06/05/2025 : 8:59 PM
আমার বাংলা

নবম- দশমের ফল মিলিয়ে মাধ্যমিকের রেজাল্টঃ মধ্যশিক্ষা পর্ষদ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১৮ জুন ২০২১:


২০১৯ সালে যারা নবম শ্রেণীর পরীক্ষা দিয়ে দশম শ্রেণীতে উঠেছিল তারাই ২০২১ এর মাধ্যমিক পরীক্ষার্থী। পড়ুয়াদের নবম শ্রেণীর মার্কশিট ও তার সঙ্গে দশম শ্রেণীর অভ্যন্তরীণ মূল্যায়ণের মার্কস রয়েছে। এই দুটো মার্কসের উপর ভিত্তি করে মাধ্যমিকের মূল্যায়ণ করা হবে। শুক্রবার ফর্মূলা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ৫০-৫০ হারে এই দুটো মূল্যায়ণকে গুরুত্ব দিয়ে ২০২১-এর মাধ্যমিকের রেজাল্ট জুলাইতে ঘোষণা হবে বলে জানানো হল মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

এই মার্কশিট পেয়ে যদি কোনো ছাত্র-ছাত্রী সন্তুষ্ট না হয় তাহলে যখন রাজ্যে পরীক্ষা নেওয়ার মত পরিস্থিতি তৈরি হবে তখন তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তবে সেক্ষেত্রে সেই পরীক্ষার ফলই চরম বলে গৃহীত হবে। বলেও মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্পষ্ট করে দেওয়া হয়।

 

Related posts

মাস্ক না পরায়, বর্ধমানের পথচারীদের হাতে গোলাপ দিলেন এস. আই. বরুণ সরকার

E Zero Point

পালিশগ্রামের বাইক চোর সাদ্দাম সেখ কে পুলিশি হেফাজতে নিয়ে বাইক উদ্ধার

E Zero Point

মাধ্যমিকে ভালো ফল করা সবজি বিক্রেতার ছেলের সাফল্যে গর্বিত মেমারির পাল্লারোডবাসী

E Zero Point

মতামত দিন