06/05/2024 : 12:17 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

দীর্ঘ ১৬ মাস বেতনহীন, বর্ধমানের জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের স্টাফরা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৯ জুন ২০২১:


একদিকে লকডাউন অন্যদিকে বেতন বন্ধ ফলে দারুন সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমান জেলার জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের স্টাফ গন। জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের এক শিক্ষকের সঙ্গে কথাবার্তা বলে জানা যায় যে, জেলা অফিস থেকে সার্ভে রিপোর্ট না যাওয়ায় বেতন বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে ঋণগ্রস্ত হয়ে পড়ি । বর্তমানে কেউই আর ঋণ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাই কোনদিন অর্ধাহার কোনদিন অনাহারে দিন কাটছে।

জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের একজন স্টাফ জানান, বিগত  ১৮ জুন আমরা জেলাশাসকের অফিসে আমাদের আবেদন জমা দিয়েছি, তারা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। আমরা জানি না কতদিন অর্ধাহারে অনাহারে দিন কাটবে তবে আগামীতে বেতন না পেলে আমাদের উপর অচিরেই মৃত্যু নেমে আসবে।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে বসে মৃত্যুবরণ করার চেয়ে জেলা অফিসের সামনে সপরিবারে আমরণ অনশন করে মৃত্যুবরণ করবো।

Related posts

বিজেপি কর্মীর খুনিদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

E Zero Point

গোঘাট থানার উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী দিবস পালন

E Zero Point

মেমারি থানায় বামেদের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন