04/05/2024 : 12:10 AM
আমার বাংলা

নব্বই বছরে পা দিল ইন্ডিয়া ইন্সটিটিউট অব হাইজিন এন্ড পাবলিক হেল্থ

জিরো পয়েন্ট প্রতিবেদন১ জুলাই ২০২১:


ডাঃ সায়ন ভট্টাচার্য

কলকাতার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব হাইজিন এন্ড পাবলিক হেল্থ নব্বই বছর অতিক্রম করবে কিছুদিনের মধ্যে । ১৯৩২ সাল থেকে এই কেন্দ্রীয় সংস্থা জনস্বাস্থ্য বিধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে । আমেরিকার রকফেলার ফাউন্ডেশন এই সংস্থা স্থাপনের জন্য অনুদান প্রদান করেছিল। এই সংস্থা ভারতের একমাত্র সরকারি পূর্ণমাত্রার জনস্বাস্থ্য সংস্থা। লকডাউনেও এর গতিবিধি ব্যাহত হয় নি। এবছরও বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। চলছে জনস্বাস্থ্য নিয়ে গবেষণা ও রুগী দেখাও।


এই সংস্থায় কিছু এমন বিষয় পড়ানো হয় যা আর কোথাও তেমন পড়ানো হয় না । যেমন, ভেটেরিনারি পাবলিক হেল্থ, ডিপ্লোমা ইন হেল্থ প্রমোশন এন্ড হেল্থ এডুকেশন, ডিপ্লোমা ইন হেল্থ স্ট্যাটিস্টিক্স ইত্যাদি ।


চারটি পরিসরে বিভক্ত আছে এই সংস্থা। এ ছাড়াও অনেক সাব সেন্টার আছে। আগামী দিনে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব হাইজিন এন্ড পাবলিক হেল্থ আরো নতুন  নতুন কোর্স সংযুক্ত করা হবে।

Related posts

আবার বিষধর সাপ উদ্ধার আউসগ্রামে

E Zero Point

পার্ক সার্কাস ময়দানে উদ্বোধন হয়ে গেল ‘মিলন উৎসব ২০২১’-র

E Zero Point

রিপোর্ট পজিটিভ আসায় ফাঁকা করা হল হাসপাতালের ওয়ার্ড

E Zero Point

মতামত দিন