04/05/2024 : 4:41 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ অনুসরণ


সেখ আনসার আলি

(জিরো পয়েন্ট এর প্রতিষ্ঠা দিবসে সাংবাদিক সাহিত্যিক সেখ আনসার আলির স্মৃতিতে)


ছায়া ছুঁয়ে এভাবেই বলেছিলাম, বাসবো
আবার ভালোবাসবো
তোমাকে ঠিক আগের মতোই– নতুন করে।
সে সাহস ছিলো না, স্পর্শ করার
শুধু অলি-গলির ফাঁক দিয়ে দেখেছি
আর ঘ্রান নিয়েছি, তোমার শরীরের।

এভাবেই তোমার পিছু পিছু হেঁটে চলেছি– আজীবন
এভাবেই বাতাসের পিঠে এসেছে– সৌরভ
এভাবেই তাকিয়ে ছিলাম এক আকাশ
শুধু তোমাকে অপলক ভালোবাসবো বলে।

এখন তুমি নেই, আমার কাছে
হয়তো, কোনো খানেই নেই। তবুও বিশ্বাস করতে
মন চাই না। এই তো তুমি এলে
সকালের আলো পিঠে– তারপর জ্যোৎস্নার চাঁদ।

আসলে ঈশ্বরের মতো– ভালোবেসেছি তোমাকে
দূর থেকে– অনেক অনেক দূর থেকে
কাছে আসার, স্পর্শ করার সাহস পাইনি, তাই
বোকার মতো ভালোবেসেছি তোমাকে– যেমন করে
তুমি বেসেছিলে– অন্য একজনকে।♦




জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন
৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন
শুভেচ্ছান্তে-
আনোয়ার আলি
সম্পাদক, জিরো পয়েন্ট
কথা- ৯৩৭৫৪৩৫৮২৪
www.ezeropoint.net

Related posts

দৈনিক কবিতাঃ অয়নের আত্মকথা

E Zero Point

ছোটগল্পঃ একাকী

E Zero Point

প্রকাশিত হলো উৎসর্গ পত্রিকার মোড়ক

E Zero Point

মতামত দিন