28/04/2024 : 9:54 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ ধ্বংসের নাম যুদ্ধ

মিরাজুল সেখ


জঙ্গিপুর মুর্শিদাবাদ


ঘুমিয়ে গেছে কত ফুলের কুঁড়ি
খেলনা ছেড়ে মেখেছে গায়ে রঙ,
পিপাসা ছিল গোলা বারুদে নাকি
সেজেছে দেখি মানুষ বড়ো সং।

মাথার পরে ছেঁড়া হাতটা শুয়ে
কাঁপছে শোকে ঘাসের ডগা ঝুঁকে,
পিতার খাঁচা শূণ্য করে কুঁড়ি
মিলিয়ে গেছে শুয়ে মাটির বুকে ।

খালি উঠোন কাঁদছে একা একা
খেলার সাথী চিরদিনের ঘুমে,
মায়ের কোলে ফিরবে নারে তারা
চাঁদের কণা লুকিয়ে গেছে ভূমে।

ঘর ছেড়েছে ধর ছেড়েছে যারা
বুঝেছে তারা ধ্বংসের হে মানে ,
শ্রেষ্ঠ পশু ধ্বংস কেই দেখি
অঙ্গিকার করে’ছে যুদ্ধ নামে ।

জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 7797331771
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন
৬) অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক করে লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করা বাধ্যতামূলক

শুভেচ্ছান্তে-
আনোয়ার আলি
সম্পাদক, জিরো পয়েন্ট
কথা- 7797331771 / 9375434824
www.ezeropoint.net

 

Related posts

দৈনিক কবিতাঃ অব্যক্ত – শম্পা গাঙ্গুলী ঘোষ

E Zero Point

শিয়ালদহে অনুষ্ঠিত হলো পঞ্চবান মহাসম্মেলন

E Zero Point

কবিতাঃ সুরের ঝর্ণাধারা

E Zero Point

মতামত দিন