02/05/2024 : 11:51 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ ৫ – এ পঞ্চবাণ


পার্থসখা অধিকারী


১.
চারদিকেতে ভণ্ড দাপট
মানুষগুলো বলির পাঁঠা,
ন্যাতা-গুরুর লেজের ঝাপট
মেকি প্রেমে কাঁঠাল আঁঠা।

২.
ন্যায় বিচারের পাল্লা দু’টি
হয়না কভু সমান,
কেন্দ্র-রাজ্য চিমটি কাটি
“মেরা ভারত মহান”।

৩.
প্রকৃতির যখন নেত্য শুরু
পুরুষ কুপোকাত,
দু’ কান কাটা, চামড়া পুরু
তবুও বাড়ায় হাত।

৪.
রামরাজত্বে হরিরলুট
ঠুলি মোছেন প্রজা,
এটা বেচেন – ওটা বেচেন
দাড়ি পাকা রাজা।

৫.
ঝড় উঠেছে ‘দেব’ ভূমিতে
অভিমন্যূদের হানা,
অক্ষ্মৌহিনী ঘেরে চক্রব্যূহতে
‘বিপ্লব’-এর মানা। ♥

জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন
৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন
শুভেচ্ছান্তে-
আনোয়ার আলি
সম্পাদক, জিরো পয়েন্ট
কথা- ৯৩৭৫৪৩৫৮২৪
www.ezeropoint.net

Related posts

দৈনিক কবিতাঃ মা ফিরে গেল খালি হাতে

E Zero Point

কবিতা সন্ধ্যার ৪৫৫ তম মাসিক সাহিত্য সভা বোলপুরে

E Zero Point

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার নজরুল জয়ন্তী

E Zero Point

মতামত দিন