29/03/2024 : 2:47 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ অয়নের আত্মকথা


অয়ন রসুল


স্বপনের ঠেকে খোশমেজাজে আসর জমে
আমার সাথে কথা বলার সময় তবে সিরিয়াস কেন?
মাটি ক্ষয়ে ক্ষয়ে ধুলো
ওড়ে বাতাস জুড়ে
সে বাতাসে মাটির গন্ধ আর পাই না কেন?

আকাশে দিনেশ অস্তগামী
রাঙিয়ে দিলো রাতের পটভূমি
চন্দ্রিমায় হোচট খেয়ে নিশীথ গেছে ঘুচে
আমার বেলায় তবে অমাবস্যা এলো কেন?
স্বপনের ঠেকে খোশমেজাজে আসর জমে
আমার সাথে কথা বলার সময় এতো সিরিয়াস কেন?

আড্ডা জমে সিগারেটের টানে
অযথা বারন ছিলো মদ্যপানে।
নেশা থেকে বহুদূরে থাকার কারণে
আমি কি অপছন্দের তালিকায় রয়ে গেছি?
কলিগের সাথে যেমন উল্লাসে মাতোয়ারা
আমার সাথে তেমন ভাবে কই কিছু হয় তো?

সময় কেড়ে ব্যস্ততা লায়েক
দুটি মনের আলাপ ছিলো ঘন্টা দুয়েক।
সেখানেও ভাগ বসিয়ে রাজা হলো পরিস্থিতি,
ছায়ার সঙ্গী হয়ে অধিকার বুঝে নিতে পারি নি।

স্বপনের ঠেকে খোশমেজাজে আসর জমে
আমার সাথে কথা বলার সময় তবে সিরিয়াস কেন?
মাটি ক্ষয়ে ক্ষয়ে ধুলো
ওড়ে বাতাস জুড়ে
সে বাতাসে মাটির গন্ধ আর পাই না কেন? ♦




দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন



Related posts

দৈনিক কবিতাঃ আজব দেশ

E Zero Point

কবিতার ক্যালেন্ডারপ্রকাশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

E Zero Point

|| শিক্ষাঞ্জলি || e-জিরো পয়েন্ট – ভাদ্র ১৪২৭

E Zero Point

মতামত দিন