07/05/2024 : 10:42 PM
আমার বাংলা

মাস শুরুতেই রান্নাঘরে আগুনঃ রান্নার গ্যাসের দাম ফের বাড়ল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১ সেপ্টেম্বর ২০২১:


মাসের শুরুতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। গত ১৭ অগস্ট রীতি ভেঙে দাম বাড়ে রান্নার গ্যাসের। ২৫ টাকা বাড়ানো হয় রান্না গ্যাসের। এবার রীতি অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। ফের ২৫ টাকা বাড়ানো হল গৃহস্থ রান্নার গ্যাসের দাম। এর ফলে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো ৯১১

একলাফ দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। একেবারে একধাক্কায় মাসের শুরুতে দাম বেড়েছে ৭৩.৫০ টাকা। যার ফলে কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হবে ১৭৭০ সঙ্গে যুক্ত ৭৩.৫০ টাকা অর্থাৎ ১৮৪০টাকা ৫০ পয়সা।

বিশ্ব বাজারে এই মুহূর্তে কমেছে অপরিশোধিত তেলের দাম। এর মাঝে ভারতে রান্নার গ্যাসের দাম বাড়ায় চিন্তা বেড়েছে আমজনতার। কিন্তু এলপিজি-র মূল উপাদান প্রোপেন-বুটেনের দর বৃদ্ধিই এর কারণ বলে জানা যায়।


Related posts

প্রয়াস মেধা অনুসন্ধান পরীক্ষার কৃতিদের শংসাপত্র প্রদান

E Zero Point

“দুয়ারে সরকার” প্রকল্প চালু হয় খুশি ভাতারের জনগন

E Zero Point

কান্দি পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

E Zero Point

মতামত দিন