27/04/2024 : 11:26 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

বাসকে পাস দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি, অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক ও খালাসী

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১৪ সেপ্টেম্বর ২০২১:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর বামশোর গ্রামে একটি লরি বাস কে পাস দিতে গিয়ে উল্টে গেল নয়ানজুলিতে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক ও খালাসী। এরপর বাদশাহী রাস্তার যানচলাচল কিন্তু কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে ভাতার থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। লরি টি বর্ধমান থেকে নতুনহাটের দিকে যাচ্ছিল।

সেই সময় নতুনহাটের দিক থেকে একটি বাস আসছিল বর্ধমানের দিকে। বাস কে পাস দিতে গিয়ে এই ঘটনা ঘটে। সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে ভাতার ব্লক এ। বৃষ্টির জন্য স্লিপ খেতে এই ঘটনা ঘটেছে বলে দাবি চালক এর।

এ ঘটনায় আহত হন চালক ও খালাসী। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসার জন্য। চালকের নাম রবিউল মোল্লা ও খালাসী খাইরুল সেক তাদের দুজনেরই বাড়ি গোলসি এলাকায়।



Related posts

কৃষি বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের মিছিল মেমারিতে

E Zero Point

ভারত-বাংলাদেশ সীমান্তে ব্রাউন সুগার সহ ১১ লক্ষ টাকা উদ্ধার

E Zero Point

মেমারিতে নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

E Zero Point

মতামত দিন