05/05/2024 : 6:14 AM
আমার বাংলাউত্তর বঙ্গ

শহীদ কৃষকদের প্রতি লাল সালাম জানিয়ে মিছিল

জিরো পয়েন্ট নিউজ, হলদিবাড়ি, ২০ নভেম্বর ২০২১:


দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কৃষকদের কাছে ক্ষমাপ্রার্থনা করে তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন । এই উপলক্ষে এসইউসিআই দলের কৃষক সংগঠন এ আই কে কে এম এস এর পক্ষ থেকে গোটা দেশজুড়ে আন্দোলনরত কৃষকদের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং শহীদ কৃষকদের প্রতি লাল সালাম জানিয়ে মিছিল করা হয় ।

শুক্রবার সন্ধ্যা পাঁচটায় হলদিবাড়ি এসইউসিআই পার্টির অফিস থেকে একটি মিছিল হলদিবাড়ি শহর পরিক্রমণ করে এবং শেষে বাসস্ট্যান্ডে পথসভা হয় । পথসভায় বক্তব্য রাখেন কৃষক সংগঠন এআইকেকেএমএসের হলদিবাড়ি ব্লক সম্পাদক আব্দুস সাত্তার সরকার ,সংগঠনের রাজ্য কমিটির সদস্য রুহুল আমিন ,কৃষক নেতা তপন রায় ।বক্তারা প্রত্যকেই কেন্দ্রের বিজেপি সরকারের পরাজয় এবং কৃষকদের জয়ের কথা তুলে ধরেন।আবদুস সাত্তার জানান, এই আইন প্রত্যাহার কৃষকদের জয়।

বিজেপির পরাজয়।নিরবচ্ছিন্ন তীব্র আন্দোলন দাবি আদায় করতে পারে তা জনগণ আবার বুঝলো।তপন রায় জানান,আমাদের কৃষক সংগঠন আন্দোলনে প্রথমদিন থেকে ছিল।বিজেপির জনবিরোধী আইন ,নীতিগুলোর বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাবো ।


Related posts

করোনা যোদ্ধা পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের সম্মানপ্রদান

E Zero Point

পার্থ ও অনুব্রত – দুই ধরনের সিদ্ধান্ত কেন?

E Zero Point

‘নাগরিক দিবস’ হিসেবে পালিত হবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস : মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন