জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২০ নভেম্বর ২০২১:
শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন । সিপিআইএম মেমারি ২ এরিয়া কমিটির পক্ষ থেকে সাতগেছিয়া বাজারে একটি পথসভা এবং মিছিল অনুষ্ঠিত হলো ।
সভাস্থলে মিষ্টি বিতরণ করা হয় পাশাপাশি লাল আবির মেখে দিনটিকে উদযাপন করলেন কর্মী-সমর্থকরা । নেতারা জানিয়েছেন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা কৃষক আন্দোলনের জয়ের ফল ।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন এমএলএ তাপস চট্টোপাধ্যায়, মেমারি এরিয়া কমিটির সম্পাদক অশেষ কোঙার সহ অন্যান্য নেতৃত্বরা ।