28/04/2024 : 2:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দয়া করে গাড়ি আস্তে চালান – পুত্রহারা পিতার আবেদন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৯ নভেম্বর ২০২১:


দেশে প্রতিদিন গড়ে ৩২৮ জনের মৃত্যু হয় শুধু পথ দুর্ঘটনায়। রাজ্যে প্রতিবছরই সেফ ড্রাইভ, সেফ লাইফের কর্মসূচী করা হলেও আজও মানুষের মধ্য সচেতনতার অভাব। ফলে দ্রুতগতিতে গাড়ী চালিয়ে কিংবা হেলমেট ও সিটবেল্টের ব্যবহার না করার জন্য কত পরিবার তার একজন সদস্যকে হারিয়েছে।

২০১৮ সালের ৬ অক্টোবর আমির সোহেল মন্ডল খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিল মেমারি রসুলপুর বিনয় পল্লী জিটি রোডে।   সেই সময় হঠাৎই রসুলপুর বিনয় পল্লী বাঁকা পয়েন্টে আসামাত্র ঐ বাইকটি নিয়ন্ত্রণ হারায়, খুবই দ্রুত গতির থাকার জন্য নিয়ন্ত্রণ সামলাতে পারেননি ওই যুবক।ফলস্বরূপ রাস্তার ধারে একটি পোলে গিয়ে ধাক্কা মারে, ঘটনাস্থলের স্থানীয়রা নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেছিল।

আমির সোহেল মন্ডলের পিতা আবুল সালাম মন্ডল আজও পুত্রশোক ভুলতে পারেননি। তাই দ্রুতগতিতে যে সকল যুবক গাড়ী চালাম তাদের সতর্ক করতে সচেতনতা মূল ফেস্টুন টাঙ্গান মেমারি থানার সহযোগিতায়। সোমবার মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জি উপস্থিত থেকে আবুল সালাম মন্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানান।


Related posts

রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় জেলার সোনা, ব্রোঞ্জ ও সিলভার প্রাপ্তি

E Zero Point

গ্রামীণ হাসপাতালের তালা মেরে বিক্ষোভ আশাকর্মীদের

E Zero Point

১৭ তম গণেশ পূজাতে মুখ্যমন্ত্রীর জয় লাভের জন্য যজ্ঞ

E Zero Point

মতামত দিন