02/05/2024 : 5:32 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জেনে নিন দোকান খোলা বন্ধ নিয়ে মেমারি পৌরসভার নির্দেশিকা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ৮ জানুয়ারি ২০২২:


জেলা তথা মেমারি পৌরসভা এলাকায় যেভাবে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাচ্ছে সেদিকে নজর রেখে আজ মেমারি পৌরসভার সভাঘরে মেমারির সকল ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো –

১) আগামীকাল অর্থাৎ রবিবার থেকে এই বিধিনিষেধ জারি হবে। আগামী ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত জারি থাকবে।

২) আগামী রবিবার ও শনিবার মেমারির সমস্ত দোকান বন্ধ থাকবে।

৩) প্রতিদিন সমস্ত দোকান সকাল ৭ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে

৪) সবজি ও মাছের পাইকারী বাজার প্রতিদিন সকাল ৮ টা পর্যন্ত খোলা থাকবে

৫) প্রতিদিন সোনা রুপোর দোকান সকাল ১১ টা থেকে বৈকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে

৬) মিষ্টির দোকান প্রতিদিন সকাল ১০ টা সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে

৬) শুধুমাত্র সবজি ও মাছের পাইকারী বাজার ও খুচরো বাজার আগামী রাবিবার খোলা থাকবে কিন্তু সোমবার সবজি ও মাছের পাইকারী বাজার বন্ধ থাকবে।

৭) বাকী নিয়মবিধি সরকারী নিয়ম অনুসারে মানা হবে।

৮) জরুরী পরিষেবা ও ঔষুধের দোকানের ক্ষেত্রে এই সকরারী নিয়ম যেমন আছে সেটাই থাকবে।

মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী মেমারিবাসী ও সকল ব্যবসায়ীদের কাছে এই নিয়ম মেনে চলার জন্য আবেদন করেছেন। মেমারি থানা থেকে এই নিয়ম বলবৎ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

শনিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার প্রশাসক, প্রশাসক বোর্ডের সদস্য, মেমারি থানার পুলিশ অফিসার, স্থানীয় ব্যবসায়িক সংগঠনের সদস্য ও অন্যান্য ব্যবসায়ীরা।

Related posts

মারুতি ও মোটর ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে মৃত ২

E Zero Point

বনপাশ সুভাষ স্পোর্টিং এন্ড এ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

পার্টী কর্মীর জীবনাবসান

E Zero Point

মতামত দিন