05/05/2024 : 7:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

যাত্রীবাহী বাসে ওভারলোডঃ বর্ধমানে হয়রানির শিকার বাসযাত্রীরা

জিরো পয়েন্ট নিউজ – কুন্তল মন্ডল, বর্ধমান, ২৬ এপ্রিল ২০২২:


বাসের ওভারলোড এর কারণে ৮০ জন বাস যাত্রী হায়রানির শিকার। ধর্মতলা থেকে মালদা যাওয়ার এই বাসটি রাতের অন্ধকারে প্রশাসনের নজর এড়িয়ে বাসের ছাদে এতটাই ওভারলোড থাকায় বর্ধমান ওভার ব্রিজ ও তালিত রেলগেটের বাসটি আটকে যায়। বাস যাত্রীদের নিয়ে রাতভর চলে এপার থেকে ওপার পারাপারের চেষ্টা।

বাস যাত্রীদের অভিযোগ বাসটি রাত একটা নাগাদ ধর্মতলা থেকে মালদা যাওয়ার উদ্দেশ্যে ছাড়ে। প্রত্যেক যাত্রীর কাছ থেকে থেকে দ্বিগুণ ভাড়া নেয়া হয়, যে ভাড়া ২০০ টাকা হয় সেটি নেওয়া হয় ৪০০ টাকা। যাত্রীরা বাড়ি ফেরার তাগিদে ভাড়া দিতে বাধ্য হয়ে বাসে ওঠেন। কেউ ফিরছেন কেরালা থেকে কেউ গুজরাট অধিকাংশই পরিযায়ী শ্রমিক, রয়েছে মহিলা ও বাচ্চারাও।

বাসটি সকাল সাতটায় তালিত রেল গেটে আটকে যাওয়ার কারণে কন্টাক্টর বাস থেকে প্যাসেঞ্জার নামিয়ে দেয়। বাসের ড্রাইভার কে জিজ্ঞাসা করলে জানান বাসটি ওভারলোড এর কারণে আটকে যায়। কন্টাক্টর এত মাল চাপিয়েছে বারন করলেও শোনেননি। রীতিমতো হয়রানির শিকার হলেন বাসযাত্রীরা।

Related posts

মেধাঅন্বেষণ পরীক্ষা মেমারিতে

E Zero Point

‘সকলের জন্য’ সংবাদ পত্রের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি চর্চা

E Zero Point

দেওরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৌদিকে পেটে লাথি, ঘটনায় মৃত্যু গৃহবধূর

E Zero Point

মতামত দিন