28/04/2024 : 4:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বেআইনি ভাবে গাছ কাটা চলছে মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ১৪ জুন ২০২২:


পূর্ব বর্ধমানের মেমারিতে লাগাতার গাছ কেটে ফেলার অভিযোগ উঠে আসছে প্রায় । এতে এক দিকে যেমন বেশ কিছু মুষ্টিমেয় ব্যাক্তির হাতে চলে যাচ্ছে সরকারি সম্পদ, পাশাপাশি নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য । ঠিক এভাবেই মেমারি থানার অন্তর্গত মালম্বাতে চলছিল গাছ কাটার কাজ ।

তার পরেই এলাকায় অভিযান চালায় বন দপ্তরের আধিকারিকরা। সোমবার মেমারি দু’নম্বর ব্লকের মালম্বাতে বেআইনিভাবে বেশকিছু কেটে ফেলা কাজ সিজ করল বনদপ্তর । সূত্র মারফত খবর পেয়ে বনদপ্তর আধিকারিকরা অভিযান চালায় মালম্বাতে এবং সেখানে গিয়ে কেটে ফেলা বেশ কিছু গাছ সিজ করা হয় ।

এদিনের এই অভিযানে বনদপ্তরের আধিকারিকদের পাশাপাশি ছিলেন মেমারি থানাপ অন্তর্গত সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ । প্রশাসন থেকে জানা যায় কে বা করা এই ভাবে গাছ কাটছে তা নিয়ে তদন্ত শুরু হবে।


Related posts

জামালপুরে ৭৫০০ টি কম্বল বিতরণ অসহায় মানুষদের জন্য

E Zero Point

শান্তিনিকেতনে দুষ্কৃতী রাজের বিরুদ্ধে বাম ছাত্র যুব সংগঠন

E Zero Point

বর্ধমান জেলা আদালত সপ্তাহে ২ দিন খোলা থাকবে

E Zero Point

মতামত দিন