04/05/2024 : 6:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দুয়ারে সরকার শিবির পরিদর্শনে মেমারি ১ বিডিও

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১ নভেম্বর ২০২২:


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষনা অনু্যায়ী ১লা নভেম্বর থেকে দুয়ারে সরকার কর্মসূচি চালু হল রাজ্যের সমস্ত জায়গার পাশাপাশি মেমারি ১  ব্লকে। এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লক প্রশাসনের উদ্যোগে এবং বাগিলা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় প্রথম দিনের দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয় বাগিলায়। মূলত, রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী কৃষক বন্ধু সহ একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের মধ্যে পৌচ্ছে দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ। এই শিবিরে সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের সুবিধা নিতে ভিড় জমায় উপভোক্তারা।

মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস , মেমারি ১ বিডিওডঃ আলি মহম্মদ ওলিউল্লাহ, শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম সহ অন্যান্যরা। এদিন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দুয়ারে সরকার শিবির পরিদর্শন করে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন।


Related posts

অবৈধ মদের কারবার, ভাতারে গ্রেফতার ৩

E Zero Point

স্বামীর মৃত্যুর কারণ খুঁজতে উত্তরপ্রদেশ থেকে উত্তরবঙ্গেঃ প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ

E Zero Point

নিউটন মজুমদার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

E Zero Point

মতামত দিন