02/05/2024 : 8:16 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সদিচ্ছা ফাউন্ডেশনের পথ চলা শুরু কালনায়

জিরো পয়েন্ট নিউজ, কালনা, ৩১ জানুয়ারী ২০২৩:


স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি যদি আমার মনের মত দুই জন সন্নাসী পাই তবে ভারতবর্ষ চষে বেড়াবো
ভালো কাজের জন্য গুটিকয়েক মানুষ যথেষ্ট বিশাল মানুষের প্রয়োজন নেই। স্বামীজীর দেখানো সেই পথেই
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সদিচ্ছা ফাউন্ডেশনের কালনা শাখার পথ চলা শুরু হলো গুটিকয়েক মানুষের হাত ধরে।

সোমবার সন্ধ্যায় সদিচ্ছা ফাউন্ডেশনের কালনা শাখার নতুন কমিটি গঠন হলো। মতুন কমিটিতে সাজ্জাত হক সাদ্দাম সভাপতি , মফিজুল সেখ সহ সভাপতি, মোল্লা আজাহার রহমান সুলতান সম্পাদক, আসিরুল হক কোষাধ্যক্ষ হলেন। এছাড়াও ১০ জন সদস্যকে নিয়ে নতুন কমিটি কালনা সংলগ্ন এলাকায় সমাজসেবামূলক কাজের অঙ্গীকারবদ্ধের শপথ নিলেন।

সদিচ্ছা ফাউন্ডেশনের কালনা শাখার সভাপতি সাজ্জাত হক সাদ্দাম জানান, ভারত ও পশ্চিমবঙ্গ সরকার দ্বারা রেজিস্টার এই সংস্থা মানবকল্যাণে কাজ করে যাবে। ইতিমধ্যে সদিচ্ছা ফাউন্ডেশনের প্রধান শাখার সাথে হাত মিলিয়ে তারা ক্ষেতমজুর, অসহায় দুঃস্থদের শীত বস্ত্র প্রদান, অক্সিজেন সিলিন্ডারের যোগান, দুর্গাপুজোর সময় বস্ত্রদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যকলাপ করেছে।

Related posts

রাজনীতিতে কদর্যভাষাঃ অরাজনৈতিক প্রতিবাদ পূর্বস্থলীতে

E Zero Point

বাসের ধাক্কায় মৃত এক ব্যক্তি, এলাকায় উত্তেজনা

E Zero Point

ইনসাফ যাত্রর সমর্থনে বাইক মিছিল মেমারিতে

E Zero Point

মতামত দিন