21/05/2024 : 12:52 PM
আমার বাংলা

বুদ্ধ পূর্নিমায় দেশ বিদেশের ভিক্ষু সমাবেশ

জিরো পয়েন্ট নিউজ-রাজকুমার দাস, কলকাতা, ৫ মে ২০২৩:


গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে ২৫৬৭ তম বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পালিত হচ্ছে দেশ জুড়ে। কলকাতার সিদ্ধার্থ ইউনাইটেড সোস্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে দু দিন ব্যাপি বুদ্ধ জয়ন্তি পালিত হয়। ধর্মতলায় গান্ধী মুর্তির পাদদেশে বুদ্ধ জয়ন্তি উপলক্ষে ২৯ তম ধর্মীয় সম্পৃতি ও বিশ্ব শান্তি সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী অরুপ রায়।


তিনি বলেন,সারা পৃথিবী জুড়ে শান্তির ভাবনা প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। বুদ্ধের সেই শান্তির ভাবনা আজও সমান ভাবে প্রাসঙ্গিক।
মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল সহ ১১ টি দেশ থেকে বৌদ্ধ ভিক্ষুরা এই আলোচনাসভায় অংশ নেন। সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সাধারণ সম্পাদক ডক্টর বুদ্ধপ্রিয় মহাথের বলেন, আজকের দিনে বিশ্বজুড়ে যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে গৌতম বুদ্ধের আদর্শে মানুষকে এগিয়ে চলতে হবে।

Related posts

নিম্ন মধ্যবিত্তদের শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে

E Zero Point

আন্তর্জাতিক বিধবা দিবস পালিত হল রসুলপুরে

E Zero Point

দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে হাবরা বিডিওর কাছে সিপিআইএম-এর ডেপুটেশন

E Zero Point

মতামত দিন