19/05/2024 : 9:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ফ্রি হেলথ ক্যাম্প

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২০ নভেম্বর ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার মেমারি অন্তর্গত নবস্তাতে ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো জগদ্ধাত্রী পুজো । বিশ্ব কমল ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে এই জগদ্ধাত্রী পুজোর এ বছরে অষ্টম বর্ষে পদার্পণ করেছে।


প্রথমে পাজা পরিবারের এক সদস্যা স্বপ্নাদেশ পেয়ে মা জগদ্ধাত্রীকে কন্যা রূপে পূজা করার সিদ্ধান্তে উপনীত হন । এরপর পরিবারের অন্যান্য সদস্যরা তার এই স্বপ্নাদেশের কথা জেনে জগদ্ধাত্রী পূজোর সূচনা করেন । ধীরে ধীরে এই পুজোকে কেন্দ্র করে একদিকে যেমন উৎসবের মিলন ক্ষেত্র গড়ে উঠেছে ঠিক তেমনি বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় এই পুজো উপলক্ষে । সপ্তমীর দিন নবস্তা এলাকায় একটি ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয় ।

যেখানে গ্রামের বহু দুস্থ মানুষ আসেন এবং তারা বিনামূল্যে চোখ দাঁত এবং মেডিসিন সংক্রান্ত চিকিৎসা করেন । পুজোর চার দিন ই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হেলথ ক্যাম্প ভান্ডারা আয়োজন করা হচ্ছে । এমনটাই জানিয়েছেন বিশ্বকমুল ট্রাস্ট তথা পাজা পরিবারের সদস্যরা ।

Related posts

শহীদের স্মৃতি রক্ষার্থে বলগোনা গ্রাম পঞ্চায়েতের রক্তদান শিবির

E Zero Point

মেমারিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি কর্মীর

E Zero Point

কান্দিতে শেষ মুহূর্তের পুজোর প্রস্তুতি

E Zero Point

মতামত দিন