13/05/2024 : 2:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই রাস্তা করার অভিযোগ এলাকাবাসীর

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ :


এলাকায় রাস্তার দাবী ছিল দীর্ঘদিনের, অবশেষে সরকারিভাবে পথশ্রী প্রকল্পের মাধ্যমে সেই রাস্তার অনুমোদন হয় এবং ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু রাস্তা নির্মাণে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের এবং সিডিউল অনুযায়ী রাস্তার কাজ হচ্ছে না এই অভিযোগ তুলে রাস্তা তৈরীর কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা। এমনই ঘটনা ঘটেছে শুক্রবার ১৬ই ফেব্রুয়ারি মেমারি এক নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়।

এলাকাবাসীরা জানায় যে নিম্নমানের মাল সামগ্রীতে রাস্তা তৈরি করলে রাস্তা অল্পদিনেই ভেঙে যাবে তাতে আবারও দুর্ভোগে পড়তে হবে এলাকার মানুষদের, তাই সিডিউল অনুযায়ী রাস্তার কাজ হোক, এমনই দাবি এলাকার মানুষদের। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক কুমার সরকারকে বিষয়টি ফোনে জানানো হলে তিনি বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

 

Related posts

মার্কসীয় সাহিত্য চর্চা কেন্দ্রের উদ্বোধন

E Zero Point

শক্তিগড় যুবগোষ্ঠীর সাহিত্যসভা

E Zero Point

প্রাক্তন বিধায়ককে অসম্মানঃ সমালোচনার ঝড় পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন