29/03/2024 : 12:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

নাবালিকার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ২৫ অক্টোবর, ২০২০:


বিয়ের দিনই বিয়ে বন্ধ করল মঙ্গলকোট থানার পুলিশ প্রশাসন। ঘটনাটি মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামে।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের এক নাবালিকার বিয়ে ছিল আজ। প্রশাসনের কাছে গোপন সূত্রে খবর যায়। প্রশাসন শীঘ্রই নাবালিকার বিয়ে বন্ধ করে দিল আজ।

গোপন সূত্রে খবর পাই প্রশাসন যে শিমুলিয়া গ্রামের নবম শ্রেণীর ছাত্রী বিয়ে দিয়ে দিচ্ছে মা বাবা। এরপর চাইল্ড লাইন, মঙ্গলকোট ব্লক প্রশাসন ও কৈচর ফাঁড়ির পুলিশের তৎপরতায় ওই নাবালিকার বিয়ে বন্ধ করা হয়।
চাইল্ড লাইনের আধিকারিক অরূপ সাহা জানান,আমরা গোপন সূত্রে খবর পাই যে এক নবম শ্রেণীর ছাত্রীর বিয়ে হয়ে যাচ্ছে আজ এসে সেই বিয়ে বন্ধ করলাম এবং ওই নাবালিকার বাবা একটি মুচলেকা দিয়েছে যে তার মেয়ের বিয়ে আঠারো বছর বয়স না হলে দেবে না।

Related posts

মেমারি পৌরসভার ১০ নং ওয়ার্ডে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ

E Zero Point

বাবা ভ্যানচালক ছিলেন, মা জড়ির কাজ করেনঃ রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা জিতলেন হাওড়ার অচিন্ত্য

E Zero Point

এ বি টি এ বর্ধমান সদর দক্ষিণ মহকুমার ত্রিবার্ষিক সম্মেলন

E Zero Point

মতামত দিন