29/03/2024 : 12:59 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার থানা চত্বরে কচ্ছপ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৫ অক্টোবর, ২০২০:


খাবারের টানে দ্বারস্থ ভাতার থানায়। না, কোনো মানুষ নয়, হাজির হয়েছেন সাত সকালে একটি কচ্ছপ।

এরকমই ঘটনা ঘটলো ভাতার থানায় । সকালে যে পুলিশকর্মী ভাতার থানায় কর্মরত অবস্থায় ছিলেন তিনি হঠাৎ দেখতে পান ভাতার থানার সামনে একটি কচ্ছপ। বিষয়টি ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি কে জানান ।তিনি তড়িঘড়ি বনদপ্তর খবর দেন। গুসকরা বনদপ্তর থেকে আধিকারিকরা এসে সেই কচ্ছপ উদ্ধার করে নিয়ে যায়।

ভাতার বাঁশি সঞ্জীব কার্ফা জানান, ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কে ধন্যবাদ জানায়, তিনি এই কচ্ছপ টিকে বনদপ্তর এ হাতে তুলে দিলেন।
বন আধিকারিক সঞ্জীব রায় জানান, এটি দেশি প্রজাতির কচ্ছপ,খাবারের সন্ধানে হয়তো উঠেছে ছিল আমরা এটিকে বনদপ্তরের পুকুরে ছেড়ে দেবো।

Related posts

পথশ্রী প্রকল্পে ভাতারে রাস্তা উদ্বোধন করলেন জেলাশাসক

E Zero Point

করোনার জন্য হাসপাতালগুলোতে দেশব্যাপী মক ড্রিল চলছে

E Zero Point

রবীন্দ্র নজরুল কলেজের জমি কেউ নিজের নামে করে নিয়েছেঃ মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মেমারিতে

E Zero Point

মতামত দিন