19/05/2024 : 6:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রসুলপুরে তিরুপতি হিমঘরে আলু চাষিদের বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – সাহিদুল ইসলাম, মেমারি, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ :


গত ২০২২,সালে রসুলপুরের তিরুপতি হিমঘরে চাষিদের মজুত রাখা প্রায় এক লক্ষ ১৬, হাজার বস্তা আলু কর্তৃপক্ষের গাফিলতিতে গ্যাস লিকেজের ফলে নষ্ট হয়ে যায়। তৎকালীন প্রশাসনিক নির্দেশ ডিস্ট্রিক্ট এগ্রি মার্কেটিং এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে চাষীদের বৈঠকে সিদ্ধান্ত হয় ৮৯০ টাকা দর নির্ধারিত হয়। এবং কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত চাষীদের দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসন।


এই নির্দেশকে কার যত চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দারস্ত হন হিমঘর কর্তৃপক্ষ আর তাতেই চরম সমস্যার সম্মুখীন হতে হয় চাষীদের। এখনো পর্যন্ত চাষিরা ৪২৯ টাকা ক্ষতিপূরণ বাবদ পেয়েছেন। বাকি টাকা না পেয়ে আজ তারা সর্বস্বান্ত হয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দেন চাষীদের বকেয়া টাকা মিটানোর জন্য তারপরেও এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন যত দিন যেতে থাকছে মামলাটি টেবিলের শেষ দিকে যাচ্ছে আর এতেই চাষীরা আরো ভেঙে পড়েছেন তাই অবশেষে আজ তারা সিদ্ধান্ত নিয়ে বিক্ষোভ দেখান এবং এলাকায় মাইকিং করবেন যেন কোন চাষী ভাইরা তিরুপতি হিমঘরে আলু না রাখেন এবং তিরুপতি গেট সংলগ্ন জিটি রোডের ধারে বাঁশের ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানান।

 

Related posts

কো-ভ্যাক্সিনের ট্রায়াল শুরু হলো রাজ্যের ১০০০ মানুষের মধ্যে

E Zero Point

বর্ধমানের সকল ট্রাফিক অফিস ও আউটপোস্ট বিনামূল্যে স্যানিটাইজেশন

E Zero Point

দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে হাবরা বিডিওর কাছে সিপিআইএম-এর ডেপুটেশন

E Zero Point

মতামত দিন