*মেমারি বইমেলায় জিরো পয়েন্ট পাবলিকেশনের ৬টি বই প্রকাশ*
নিজস্ব সংবাদ. ১৭ জানুয়ারি, ২০২০ঃ প্রয়াত সেখ আনসার আলির আর্শীবাদ নিয়ে জিরো পয়েন্ট পাবলিকেশন থেকে বইমেলাতে ৬টি বই প্রকাশ করা হল। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি শহরের প্রখ্যাত সাহিত্যিক ডা. অভয় সামন্ত, বিশিষ্ট গল্পাকার শুভাশিস মল্লিক, কলমের মুখ পত্রিকার সম্পাদক পার্থসখা অধিকারী, সুবক্তার সম্পাদক সেখ সামসুদ্দিন, বিশিষ্ট শিক্ষক স্বদেশ মজুমদার এবং জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার প্রধান সম্পাদক আঞ্জুমনোয়ারা আনসারী।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রকাশিত বইয়ের লেখক সন্দীপ রায়, লেখিকা হাস্নে আরা বেগম ও মুস্তারি বেগম এবং সম্পাদক ও প্রকাশক আনোয়ার আলি।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট