06/06/2023 : 8:13 AM
অন্যান্য

করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মঙ্গলকোটে

মোল্লা জসিমউদ্দিন : বৃহস্পতিবার দুপুরে মঙ্গলকোটের নুতনহাট বাসস্ট্যান্ডে পথচলতি এলাকাবাসীদের করোনা ভাইরাস  নিয়ে  সচেতনতা বাড়াতে উদ্যোগী হলো স্থানীয় পুলিশ – প্রশাসন। এদিন মঙ্গলকোট ওসি মিথুন ঘোষ, বিডিও মুস্তাক আহমেদ, বিএমওএইচ ডঃ জুলফিকার আলি প্রমুখ ছিলেন সচেতনতা শিবিরে। করোনা ভাইরাস সংক্রমণের বিধিনিষেধ নিয়ে নানান পথপ্রচার চলে। খুব প্রয়োজন না হলে ট্রেন – বাসে যাতায়াত এড়ানোর অনুরোধ রাখা হয়। সর্দি-জ্বর- কাশি সহ শ্বাসকষ্ট হলে নিকটবর্তী হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়। কেন্দ্র থেকে রাজ্য প্রশাসন অত্যন্ত তৎপর করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি আটকাতে। কোথায় কোথায় করোনা ভাইরাস আক্রান্তদের রক্তপরীক্ষা সহ চিকিৎসা চলছে তা বিস্তারিত আলোচনা হয় এই সচেতনতা শিবিরে।অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন সহ করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ( ফেসবুক – হোয়াটসঅ্যাপে)  গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মঙ্গলকোট ওসি মিথুন ঘোষ মহাশয়।

Related posts

‘আয়লা’র অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেনঃ মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন প্রাক্তণ মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়

E Zero Point

বিআরও জওয়ানরা কোবিড-১৯এর ভয় উপেক্ষা করে সেতু নির্মাণ করছে

E Zero Point

রাণীগঞ্জের দক্ষিণ পল্লী উৎসব সমন্বয় কমিটির পক্ষ থেকে খাদ্যসমাগ্রী দান

E Zero Point

মতামত দিন