01/12/2023 : 3:27 AM
অন্যান্য

আউশগ্রাম বিধানসভার বিধায়কের খাদ্যসামগ্রী দান

সৌগত গুপ্ত, আউশগ্রামঃ আজ আউশগ্রাম ২ নং ব্লকের ভাল্কি গ্রামে ও ভেদিয়া অঞ্চলের ভেদিয়া সহ বিভিন্ন গ্রামে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বিপর্যস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী(চাল, ডাল, আলু, তেল, মাস্ক) তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার । উনি জানালেন আউশগ্রাম বিধানসভার প্রতিটি গ্রামের বিপর্যস্ত মানুষের কাছে খাদ্য সামগ্রী তুলে দিতে আমারা বদ্ধ পরিকর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ আমরা যথাযথ ভাবে পালন করছি, প্রতিটি মানুষ কে আমরা সতর্ক করছি, বাড়িতে থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন । উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় রামকৃষ্ণ ঘোষ,ভাল্কি অঞ্চল সভাপতি মাননীয় অরূপ মির্ধা, ভেদিয়া অঞ্চল সভাপতি নাশিরুল সেখ ,উপপ্রধান মাননীয় শিবু মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় জনাব হায়দার আলী মহাশয় সহ সকল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ ।

Related posts

করোনাভাইরাস: একেবারে ভিন্ন এক রমজানের অপেক্ষায় বিশ্বের ১৮০ কোটি মুসলিম

E Zero Point

বিধায়কের উপস্থিতিতে আউসগ্রাম ও গুসকরায় ত্রাণ বিলি

E Zero Point

# স্টে হোম ইন্ডিয়া উইথ বুক শীর্ষক কর্মসূচি | ঘরে থাকুন বই পড়ুন

E Zero Point

মতামত দিন