স্টাফ রিপোর্টার, মেমারিঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ মেমারি শহরের প্রধান রাস্তাগুলি জীবানুমুক্ত করার কাজ শুরু করেছে মেমারি দমকল দফতর। মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম আজ সকাল থেকে নিজে রাস্তায় হাঁটলেন দমকল কর্মীদের সাথে সাথে। কিছু জায়গায় তিনি নিজে দমকল কর্মীদের কাছ থেকে পাইপ হাতে নিয়ে স্প্রে করেন। এছাড়াও রাস্তার মানুষজনকে লকডাউন মানার জন্য ঘরে থাকার আবেদন করেন। তিনি কিছু মানুষকে হাতজোড় করে অনুরোধ করেন, যে মেমারিকে অসুস্থ করবেন না।
মেমারি হাটপুকুর থেকে শুরু করে কৃষ্ণবাজার হয়ে চকদিঘী মোড় থেকে জিটিরোড হয়ে মেমারি বামুনপাড়া মোড় সহ প্রধান প্রধান রাস্তা ও বাজারগুলিতে আজ স্যানিটাইজার স্প্রে করা হয়।
1 টি মন্তব্য
জিরো পয়েন্ট ইপেজ-এর রবিবারের আড্ডায় গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ প্রমুখ পাঠ করে খুবই ভালো লাগে। সৃজন শিল্পীদের ও সম্পাদক মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই।